Microsoft Excel.
মাইক্রোসফট এক্সেল মানে হচ্ছে শ্রেষ্ঠত্ব অর্জন করা। এক্সেল মাইক্রোসফট এর একটি প্রোডাক্ট। মাইক্রোসফট যখন তার এই প্রোগ্রামটি তৈরি করে তখন অন্য কোন প্রোগ্রাম দিয়ে এত সহজে গানিতিক কাজগুলো সম্পন্ন করা সম্ভব হতো না বা এখনো অফিস আদালতের হিসাব রাখার জন্য এক্সেল ছাড়া অন্য কোন এপ্লিকেশন প্রোগ্রাম নেই যেখানে এত সহজে কাজ করা যায় তাই এককথায় বলতে গেলে আসলে এক্সলই সেরা আর তাই এর নাম করন করা হয়েছে এক্সেল। এই প্রোগ্রাম ব্যবহার করে অতি সহজে গানিতিক যোগ-বিয়োগ, হিসাব-নিকাশ, গানিতিক ক্যালকুলাস, পরিসংখ্যান ইত্যাদি সহ যাবতীয় হিসাব-নিকাশের কাজ এই প্রোগ্রামে করা যায়। আফিস আদালতের হিসাব নিকাশ এমনকি বড় মিল কারখানার হিসাব নিকাশও এক্সেলের সাহায্যে করা যায় এমনকি রিপোর্টও প্রস্তুত করা যায়। মাইক্রোসফট এক্সেলে সেল যোগ করা, সেল ডিলিট করা, সেল মডিফাই করা যায়। কলাম মুছা, কলাম যোগ করা ইত্যাদি কাজও এক্সেলে করা যায়। আবার আপনার কারখানার হিসাবের মেজারমেন্ট রাখা যায়। এটি সাধারনত একটি Spread Sheet analysis Program যার সাহায্যে সাধারনত গানিতিক কাজগুলো করা হয়। Spread sheet অর্থ হলো ছাড়ানো পাতা যার সাহায্যে আপনি আপনার ব্যবসায়িক হিসাব সমূহ একটি বিশাল পাতায় জমা করে রাখতে পারেন। (Spread অর্থ ছড়ানো এবং sheet অর্থ পাতা।) যাই হোক Excel একটি ছড়ানো X অক্ষ এবং Y অক্ষের সমন্বয় গঠিত। যেখানে আপনি X অক্ষ এবং Y অক্ষে ধরে সংখ্যা রাখতে পারবেন এবং X অক্ষ এবং Y অক্ষে ধরে যোগ, বিয়োগ করতে পারবেন।
এক্সেল শীটঃ
এক্সেল শীট মানে হচ্ছে একটি গ্রাফিক্যাল পাতা যা অনেকগুলো কলাম ও রো এর সংমিশ্রনে তৈরি। কলাম ও রো বরাবর এক একটি কর ছোট ছোট ঘর থাকে এ ঘরগুলোকে সেল বলে। আপনি যখন কোন নাম্বার যোগ করবেন তখন তা সেলে যোগ করতে হবে এবং যখন যোগ-বিয়োগ করবেন তখন অবশ্যই সেলের নাম ধরে ধরে যোগ-বিয়োগ করতে হবে। প্রত্যেকটি সেলের আলাদা আলাদা নাম আছে এ নাম হয় সাধারনত কলাম এবং রো এর সংমিশ্রনে যেমনঃ A কলামের রো নং 3 তাহলে সেলের এড্রেস হবে A3
ওয়ার্কশীটঃ
একটি এক্সেলশীটের মধ্যে সাধারনত তিনটি পাতা থাকে যা নিচের দিকে বাম পাশের কোনায় থাকে। এ তিনটি পাতায় আপনি কাজ করতে পারবেন এবং আরও যদি পাতা আপনার প্রয়োজন পড়ে তাহলে আপনি যোগ করে নিতে পারবেন।
এখানে বলে রাখা ভালো যে গোল চিহ্নিত স্থানে তিনটি ট্যাব আছে এগুলো এক একটি এক্সেলশীট। এগুলো ওয়ার্কশীটের সাথে থাকে আর যদি আপনি মনে করেন যে আপনার আরো পেজের দরকার হয় তাহলে click here for new Tab চিহ্নিত স্থানে ক্লিক করে নতুন পেজ যোগ করতে পারবেন। আবার যদি ট্যাবের নাম পরিবর্তন করতে চান তাহলে যে ট্যাবের নাম পরিবর্তন করতে চান সে ট্যাবে ক্লিক করে ডান বাটনে ক্লিক করলে একটি সাব উইন্ডো প্রদর্শিত হবে। এখান থেকে Rename করে নাম পরিবর্তন করতে পারবেন।
Microsoft Excel স্টার্ট করা।
মাইক্রোসফট এক্সেল কম্পিউটারের একটি এপ্লিকেশন সুতরাং এটিকে চালু করতে হলে আপনাকে কম্পিউটার চালু থাকলে কম্পিউটারের নিচের বাম দিকের স্টার্ট মেনুতে ক্লিক করতে হবে। (কম্পিউটার চালু না থাকলে চালু করতে হবে।) এবং All Program এ click করলে আপনি দেখতে পাবেন মাইক্রোসফট এক্সেল নামের একটি প্রোগ্রাম এই প্রোগ্রামে ক্লিক করে আপনি মাইক্রোসফট এক্সেলে ঢুকতে পারবেন।