Hostgator Tutorial
ব্যবসার মার্কেটিং করার জন্য ইন্টারনেট আজকাল অনেক গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। Hostgator কম্পানী প্রত্যেক মানুষের ব্যবসাকে ইন্টারনেটে প্রচারে সহায়তা করে।আজকাল ইন্টারনেটে অনেক শিক্ষা মূলক লেখা পাওয়া যায়।তারমধ্যে অয়েবপেজ সাবমিট কারার জন্য কিছু লেখা পাওয়া যায় তারমধ্যে Hostgator কম্পানীর সাইটে কিভাবে ওয়েবসাইট সাবমিট করা যায় সেটা আপনাদের সামনে তুলে ধরব। আপনি hostgator সাইটে Sing up করলেন কিন্তু আপনার জানা উচিৎ কিভাবে একাউন্টটি পরিচালনা করবেন সেটা জানা উচিৎ তাই টিউটরিয়ালটি আপনাদের কাজে আসতে পারে।
ইন্টারনেটে আজকাল সবকিছুই পাওয়া যায় তেমনি Hostgator এ কিভাবে Website hosting করা যায় সে ব্যাপারেও অনেক শিক্ষা মূলক সাইট পাওয়া যায়। এখানে আপনাদের সুবিধার কথা চিন্তা করে অনেক লেখা এবং ভিডিও এ্যাড করা হলো যা আপনাদের উপকারে আসবে বলে আশা করি।
আরো বিস্তারিত জানতে নিচের ছবিতে ক্লিক করুন।
Hostgator একাউন্টে প্রথম ভিজিটঃ
আমি জানি আপনি Hostgator কম্পানীর Welcome mail এর মাধ্যমে Name Server এর যাবতীয় তথ্য পেয়ে গেছেন। যদি আপনি এ সকল তথ্য না পেয়ে থাকেন তাহলে cPanel এ লগইন করে এ সকল তথ্য পেয়ে যাবেন। আপনি যদি Domain এর জন্য Hostgator একাউন্টে রেজিষ্ট্রেশন করে থাকেন তাহলে আপনাকে আর কিছু করতে হবে না। Hostgator আপনার জন্য সকল কিছু করে দিবে।
আপনি যখন Hostgator এ Hosting এর জন্য রেজিষ্ট্রেশন করবেন তখন DNS Server আপনার সাইটিকে নিবন্ধন করার জন্য ১ থেকে ২ দিন সময় নিবে।
cPanel এর ভিতর দেখাঃ
cPanel হলো প্রধান মাধ্যম যেখানে Website Hosting কারার যাবতিয় কাজ করা যায়। আপনি যদি কোন প্রকার Hosting সম্পর্কিত কার্যক্রম পরিচালনা করতে চান তাহলে আপনাকে এখানে আসতে হবে।
1. Special offer: এখান থেকে Hostgator সম্পর্কিত যাবতীয় সুবিধা পাওয়া যাবে।
2. Hostgator links: এই section এ আপনি আপনার Hostgator Account এর লিংক পেয়ে যাবেন।
3. Performance Form: এখান থেকে আপনি আপনার একাউন্টের Username এবং Password Change করতে পারবেন।
4. Mail : এই সেকশনে আপনার একাউন্টের Mail সম্পর্কিত তথ্য পাবেন। আপনি এখান থেকে আপনার Mail Account এর তথ্য পরিবর্তন করতে পারবেন।
5. SEO and Marketing: এই অধ্যায়ে আপনি Website এর Marketing করার SEO tool এর ব্যবহার করতে পারবেন।
6. Files : এই অধ্যায়ে আপনি আপনার Website এর File এর পাথ পাবেন সেখান থেকে File Create, Edit এবং Delete করতে পারবেন এবং এখান থেকে আপনার File এর Backup ও তৈরী করতে পারবেন।
7. Logs : এই অধ্যায়ে আপনি আপনার Website এর logo স্থাপন কারার কাজ করতে পারবেন।
8. Security : Website এর জন্য সকল প্রকার Security এখান থেকে যোগ করতে পারবেন।
9. Domains : এখান থেকে আপনি Domain এবং Subdomain যোগ করতে পারবেন।
10. Database: এই অধ্যায় থেকে আপনার Website এর জন্য SQL Database যোগ করতে পারবেন।
11. Software/ Service : এখান থেকে যাবতীয় Software এবং Tools খুজে বের করা যায়। এখান থেকে CGI, Perl, PHP এবং Ruby Software ব্যবহার করা যায়।
12. এই সেকশনটি Experience মানুষদের জন্যই প্রয়োজন। এটা নতুন্ দের তেমন একটা কাজে আসবে না।